রাজধানী

গৃহকর্মী নিয়োগে পরিচয় যাচাইয়ের আহ্বান দিলেন ডিএমপি কমিশনার

আপডেট: ডিসে ০৯, ২০২৫ : ০৫:৩০ পিএম ১২
গৃহকর্মী নিয়োগে পরিচয় যাচাইয়ের আহ্বান দিলেন ডিএমপি কমিশনার


রাজধানীতে গৃহকর্মী দ্বারা সংঘটিত অপরাধ রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ডিএমপি কমিশনার এই সতর্কতা দেন গতকাল সোমবার মোহাম্মদপুর এলাকায় গৃহকর্মীর হাতে চাঞ্চল্যকর জোড়াখুনের ঘটনা ঘটে। এর আগে গৃহকর্মী পরিচয়ে বাড়িতে ঢুকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়া ও পালিয়ে যাওয়ার ঘটনা একাধিকবার ঘটেছে। তিনি সতর্ক করেছেন, সামান্য অসতর্কতাই বড় ধরনের অপরাধের সুযোগ তৈরি করতে পারে।

কমিশনারের নির্দেশনায় বলা হয়েছে, গৃহকর্মী নিয়োগের আগে অবশ্যই তার জাতীয় পরিচয়পত্র, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং অন্তত দুইজন সনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ করতে হবে। তিনি আরও বলেন, সচেতনতা ও সঠিক তথ্য সংগ্রহই অপরাধ প্রতিরোধে সবচেয়ে কার্যকর হাতিয়ার। সেখানেই ডিএমপি কমিশনার নাগরিকদের অনুরোধ করেছেন, ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ করা এবং পুলিশের তথ্য যাচাই-বাছাই কার্যক্রমে সহযোগিতা করা।


আরএস

Tags:
ডিএমপি ডিএমপি নিউজ

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!