বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার নামাজের পর রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ৯৯নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব রাজাবাজার নাজনীন স্কুল অ্যান্ড কলেজে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান ১নং সদস্য এবং সাবেক কমিশনার জনপ্রিয় জননেতা জনাব আনোয়ারুজ্জামান আনোয়ারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শেরেবাংলা নগর থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের নুটুল, আজম তৌহিদ, আসাদুজ্জামান আসাদ, শাহিন, শিল্পাঋল থানার সিনিয়র সদস্য আমজাদ হোসেন, তেজগাঁও থানার যুগ্ম আহ্বায়ক সাইফুল উদ্দিন মাহমুদ দুলাল, ইমাম উদ্দিন ইমাম, হাতিরঝিল থানার যুগ্ম আহ্বায়ক সাইফুল হক।
এছাড়া চার থানার নেতাকর্মী ও ঢাকা-১২ আসনের ৯৯, ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬নং ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সবশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও সুচিকিৎসার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রীর শারীরিক সুস্থতার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরএস
No comments yet. Be the first to comment!