রাজধানীর মোহাম্মদপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানে অবৈধ সংযোগ উচ্ছেদ করার পাশাপাশি জরিমানা করা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোহাম্মদপুরের একতা হাউজিং ও ঢাকা উদ্যান এলাকায় পরিচালিত অভিযানে একাধিক অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা উদ্যানের ৪ নম্বর রোডে একটি বেকারিতে অনুমোদনহীনভাবে ৫টি ওভেন ও ৩টি স্টার বার্নার ব্যবহার করে প্রতিদিন ১ হাজার ৬৬৫ ঘনফুট গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ কারণে ওই বেকারির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ঢাকা উদ্যানের নিউ শাহজান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে তা বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মো. জামালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে একতা হাউজিংয়ের ২ নম্বর রোডে প্রায় ১৫০ মিটার দীর্ঘ একটি অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ করা হয়। ওই লাইনের মাধ্যমে প্রায় ১৫টি বাড়ির ৯০টি ডাবল বার্নারে অবৈধভাবে গ্যাস সরবরাহ করা হচ্ছিল।
অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত ১৪০ ফুট জিআই ও এমএস পাইপ, ৬টি রেগুলেটর, ৩টি বুস্টার, ২টি স্টার বার্নার এবং ১২০ ফুট হোস পাইপসহ বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
আরএস
No comments yet. Be the first to comment!