ঢাকাবাসীর দৈনন্দিন যাতায়াতে স্বস্তি এনে দেওয়া মেট্রোরেলে স্থায়ী কার্ড রিচার্জ এখন আরও সহজ হলো। স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই অনলাইনে র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড রিচার্জের সুবিধা চালু হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, গত ২৫ নভেম্বর থেকে ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন অনলাইন ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে ঘরে বসেই কার্ড রিচার্জ করা যাচ্ছে। এতে নিয়মিত যাত্রীদের সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে আশা করা হচ্ছে।
এর আগে মেট্রোরেল কার্ড রিচার্জ করতে যাত্রীদের নির্দিষ্ট কাউন্টারে যেতে হতো। যাত্রীদের চাপ বেশি থাকায় অনেক সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো।
বিকাশে রিচার্জের নিয়ম
বিকাশের মাধ্যমে কার্ড রিচার্জ করতে বিকাশ অ্যাপে প্রবেশ করে সাজেশন সেকশন থেকে ‘মেট্রোরেল’ অপশন নির্বাচন করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।
প্রথমবার ব্যবহারকারীদের নিবন্ধন করতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ওটিপির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হলে পরবর্তী সময়ে শুধু মোবাইল নম্বর বা ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করা যাবে। এরপর ‘রিচার্জ’ অপশন থেকে র্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড নির্বাচন করে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। ‘পে উইথ বিকাশ’ বাটনে ক্লিক করে বিকাশ নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে রিচার্জ সম্পন্ন করা যাবে। রিচার্জ সফল হলে মোবাইলে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।
রিচার্জের সীমা ও সুবিধা
অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা রিচার্জ করা যাবে। বিকাশ ব্যবহার করলে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও রয়েছে।
নগদ, রকেট ও ক্রেডিট কার্ড
বিকাশের পাশাপাশি নগদ, রকেট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমেও অনলাইনে র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করা যাবে। এজন্য র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
অনলাইন রিচার্জের শর্ত
অনলাইনে রিচার্জের পর কার্ডটি এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত রিচার্জের টাকা ‘পেন্ডিং’ অবস্থায় থাকবে। একবারে একটি মাত্র পেন্ডিং রিচার্জ রাখা যাবে। আগের রিচার্জ সম্পন্ন না হলে নতুন করে রিচার্জ করা যাবে না।
ব্ল্যাকলিস্টেড, রিফান্ডেড বা অবৈধ কার্ডে রিচার্জ করা যাবে না। ব্যবহারকারীরা এভিএমে কার্ড স্পর্শ করার আগে সাত দিনের মধ্যে রিচার্জ বাতিলের অনুরোধ জানাতে পারবেন। সে ক্ষেত্রে ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। ব্ল্যাকলিস্টের কারণে পেন্ডিং লেনদেন হলে রিফান্ডের আবেদন করা যাবে, তবে সেখানেও ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বর্তমানে রিফান্ড কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!