রাজধানী

‘রিহ্যাব ফেয়ার’ শুরু হচ্ছে কাল

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০৪:৫৭ এএম ১০
‘রিহ্যাব ফেয়ার’ শুরু হচ্ছে কাল

মঈন মাহমুদ

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় মেলা ‘রিহ্যাব ফেয়ার ২০২৫’। রাজধানীর আগারগাঁওস্থ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, এবারের রিহ্যাব ফেয়ারে মোট ২২০টি স্টল থাকছে। এ বছর, ৪টি ডায়মন্ড স্পন্সর, ৭টি গোল্ড স্পন্সর, ১০টি কো-স্পন্সর, ১৪টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১২ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে রিহ্যাব।

অর্থনীতিতে বড় ধরনের কথা তুলে ধরে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, নতুন ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৫ এ পুরনো জটিলতা ও বৈষম্য অনেকাংশে দূর করা হয়েছে। নতুন ড্যাপ ও বিধিমালা রিয়েল এস্টেট ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনবে এবং আবাসন খাতকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করবে।

৩ দিন ছুটি থাকায় এবারের মেলায় লোক সমাগম অনেক বাড়বে এমন প্রত্যাশা করেন রিহ্যাব প্রেসিডেন্ট। তিনি বলেন, এই ফেয়ার শুধু একটি প্রদর্শনী নয়; এটি ক্রেতা ও ডেভেলপারদের সরাসরি সংযোগ স্থাপনের একটি বিশ্বাসযোগ্য মাধ্যম। একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের প্রকল্প মান, অবস্থান, সুযোগ-সুবিধা ও বিনিয়োগ সম্ভাবনা তুলনামূলকভাবে যাচাই-বাছাই করার সুযোগ রিহ্যাব ফেয়ার ছাড়া অন্য কোথাও পাওয়া প্রায় অসম্ভব। এই ফেয়ারে শুধু ফ্ল্যাট বা প্লট কেনাবেচার সুযোগই নয়, বরং গৃহঋণ সুবিধা, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বাড়ি নির্মাণে ব্যবহৃত আধুনিক ও মানসম্মত বিভিন্ন উপকরণও সরাসরি দেখার ও যাচাই করার সুযোগ পাবেন আগ্রহী ক্রেতারা। ফলে একটি আবাসন কেনার সঙ্গে সম্পর্কিত প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একই জায়গায় বসেই নেওয়া সম্ভব হবে।

পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ এবং রিহ্যাব ফেয়ার কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস। এ সময় ভাইস প্রেসিডেন্ট লায়ন এম এ আউয়াল (সাবেক এমপি), ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কমিটির চেয়াম্যান মুহাম্মদ লাবিব বিল্লাহ। এ সময় রিহ্যাব পরিচালক ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান মিরাজ মোক্তাদির ও সুরুজ সরদার। রিহ্যাব পরিচালক মো. মোবারক হোসেন, ড. হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। এটি ঢাকায় অনুষ্ঠিত রিহ্যাবের ২৭তম ফেয়ার। এ ছাড়া চট্টগ্রামে ১৬ টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে রিহ্যাব। রিহ্যাব ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং ফেয়ার আয়োজন করে আসছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি, যুক্তরাজ্যে, দুবাই, ইতালির রোম, কানাডা, সিডনি, কাতারে ১টি করে এবং দুবাইতে ২টি ‘রিহ্যাব হাউজিং ফেয়ার’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সব ফেয়ার আয়োজনের মাধ্যমে রিহ্যাব দেশে ও বিদেশে গৃহায়ন শিল্পের বাজার সৃষ্টি এবং তা প্রসারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অন্যদিকে প্রবাসী ক্রেতারা যেমন দেশে তাদের পছন্দের আবাসন খুঁজে পেয়েছেন। আবার এই ফেয়ারের মাধ্যমে বৈদেশিক মুদ্রাও অর্জিত হচ্ছে। শুধু তাই নয়, দেশের অর্থনীতি সমৃদ্ধ করার পাশাপাশি গৃহায়ন শিল্প এবং লিংকেজ শিল্প বিকাশে অনন্য ভূমিকা পালন করে চলেছে।

রিহ্যাব ফেয়ার ২০২৫ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (এনএইচএ) এর চেয়ারম্যান মোছা. ফেরদৌসী বেগম। আগামীকাল বেলা ১১টায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেম-এ ফেয়ারের উদ্বোধনী অধিবেশন হবে। প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা উদ্বোধনী অধিবেশনের পর থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

বিগত সময়ের ধারাবাহিকতায় এ বছরের মেলাতেও দুই ধরনের টিকিট থাকছে। একটি সিঙ্গেল এন্ট্রি অপরটি মাল্টিপল এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। আর মাল্টিপল এন্ট্রি টিকেটের প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় ৫ বার প্রবেশ করতে পারবেন। এন্ট্রি টিকিটের প্রাপ্ত সম্পূর্ণ অর্থ দুস্থদের জন্য করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এর কাজে ব্যয় করা হবে। এন্ট্রি টিকিটের র‌্যাফেল ড্র তে থাকছে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। বিগত বছরের মতো মেলার শেষে প্রতিদিন রাত ৯ টায় রাফেল ড্র হবে। রাফেল ড্র তে প্রতিদিনই থাকবে আকর্ষণীয় মূল্যবান পুরস্কার। প্রতিটি টিকিটের সঙ্গে থাকবে ফ্রি রিফ্রেশমেন্টের ব্যবস্থা।

 

আরএস

Tags:
রিহ্যাব ফেয়ার

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!