রাজধানী

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি শাহরিয়ার নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন নির্বাচিত

আপডেট: ডিসে ২৩, ২০২৫ : ০১:০৭ পিএম ১৪
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি শাহরিয়ার নাঈম, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন নির্বাচিত

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শুরু হয়। দিনভর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। ভোটগ্রহণ ও ফল ঘোষণা ঘিরে সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্য।

নির্বাচনে সহ-সভাপতি পদে ১নং সহ-সভাপতি হিসেবে জাকির ইসলাম এবং ২নং সহ-সভাপতি হিসেবে ইসলাম উদ্দিন তালুকদার নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম রাতুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অর্থ সম্পাদক পদে জান্নাতুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব নির্বাচিত হয়েছেন। ক্রীড়া সম্পাদক হিসেবে শাহিনুল নুর, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আরাফাত হোসেন হিমেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয় আহমেদ এবং স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন সোলায়মান সুমন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের ও আল আমিন খান। নতুন কমিটির নেতৃত্বে এমআরইউ আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা রাখেন এমআরইউ এর সদস্যগণ।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!