রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছাদে তৈরি করা অস্থায়ী গুদামে নিত্যপ্রয়োজনীয় ধর্মীয় উপকরণ মজুদ থাকায় সেখান থেকেই আগুনের বিস্তার ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ এসব তথ্য জানান। তিনি বলেন, ভবনের ছাদে টিনের বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ তৈরি করে গুদাম করা হয়েছিল। সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় উপকরণ সংরক্ষণ করা ছিল।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, সিদ্দিকবাজার ফায়ার স্টেশন বিকেল ৫টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং সিদ্দিকবাজার স্টেশনের আটটি ইউনিটসহ মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার ফাইটাররা।
তিনি আরও বলেন, ছাদে আগুন থাকায় এবং মার্কেটের ভেতরে প্রবেশের পথ সংকীর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়। তবে দ্রুত সমন্বিত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এক প্রশ্নের জবাবে মো. মামুনুর রশিদ জানান, গুদামে জায়নামাজ, তসবিহ, টুপি—এ ধরনের ধর্মীয় সামগ্রী মজুদ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় মার্কেট বন্ধ ছিল। আগুন কীভাবে লেগেছে, তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরএস
No comments yet. Be the first to comment!