রাজধানী

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৬:৩০ এএম
১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬ আগামী ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হবে। মেলার শুভ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় ৩২৪টি স্টল/প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। অনলাইনে ই-টিকিটিং ব্যবস্থা থাকছে, এছাড়া দর্শনার্থীদের যাতায়াতের জন্য বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস ও কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস থাকবে।

মেলায় দেশের বিভিন্ন শিল্প ও পণ্যের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশীয় পণ্য, হস্তশিল্প, পরিবেশবান্ধব উদ্যোগ, শিশু বিনোদন কেন্দ্র, সিনিয়র সিটিজেন কর্নার, মা ও শিশু কেন্দ্র, ব্যাংকিং সেবা, রক্তদান কেন্দ্র এবং চিকিৎসা সেবা প্রভৃতি সুবিধা থাকবে।

প্লাস্টিক ব্যবহার এ বছর নিষিদ্ধ, বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ করা হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োজিত থাকবে।

মেলা সকাল ৯:৫৫ মিনিট থেকে রাত ৯:৫০ পর্যন্ত চলবে। টিকিট মূল্য ৫০ টাকা (বয়স্ক) এবং ২৫ টাকা (১২ বছরের নিচে শিশু) নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনের আহতগণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। মেলার আয়োজনের লক্ষ্য দেশের পণ্য প্রচার, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণ।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!