রাজধানী

শীত জেঁকে বসায় রাজধানীতে গরম পোশাকের বিক্রির উচ্ছ্বাস

আপডেট: ডিসে ২৯, ২০২৫ : ০৭:০০ এএম
শীত জেঁকে বসায় রাজধানীতে গরম পোশাকের বিক্রির উচ্ছ্বাস

রাজধানী ঢাকাসহ সারাদেশে হাড় কাঁপানো শীতের কারণে গরম পোশাকের চাহিদা তুঙ্গে। যথেষ্ট ভারি কাপড় ছাড়া বাইরে বের হওয়া কঠিন। ঘরের ভেতরেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান প্লাজা, গ্লোব সুপার মার্কেট, গাউছিয়া মার্কেটসহ রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দর কষাকষি চলছে এবং বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

বিভিন্ন সাইজ ও মানের জ্যাকেট, সোয়েটার, হুডি, মেগি হাতা জ্যাকেট, মাফলার, কানটুপিসহ শীতবস্ত্রের ধরন বৈচিত্র্যপূর্ণ। ফুটপাতের দোকানগুলোতে মানভেদে বড়দের পোশাকের দাম ৩০০ থেকে ১ হাজার টাকা এবং শিশুদের জন্য ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, হঠাৎ শীত বাড়ায় ক্রেতার চাপ বেড়েছে এবং বিক্রিও আগের চেয়ে দ্বিগুণ। ক্রেতারা কম দামে ভালো মানের পোশাক কেনায় সন্তুষ্ট। ফুটপাতের দোকানগুলো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য বিশেষ ভরসার জায়গা হয়ে উঠেছে। নগরীর বিভিন্ন মার্কেটে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাঁকডাক ও চাহিদার তীব্রতা অনুভূত হচ্ছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!