রাজধানী

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

আপডেট: জানু ০২, ২০২৬ : ০৪:০৫ পিএম
মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ মোড়ে চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করে সংগঠনটি।

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি জানান, আগামী দুই দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি ৭ জানুয়ারির মধ্যে হত্যাকাণ্ডের বিচার কার্যক্রমের চার্জশিট দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ইনকিলাব মঞ্চের নেতারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট দাখিল না হলে এবং ২২ কর্মদিবসের মধ্যে বিচার সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কোনো আলোচনা হলে তা অবশ্যই প্রকাশ্যে হতে হবে। গোপন কোনো বৈঠক গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপস করা হবে না।

বক্তব্যে তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আধিপত্যবাদের বিরোধিতা করা হবে। ভারত হোক কিংবা অন্য কোনো শক্তি—সব ধরনের আধিপত্যের বিরুদ্ধে এই আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তিনি। ওসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, তাঁর আত্মত্যাগ আন্দোলনের পথ দেখিয়েছে। এই পথ ধরেই সংগঠনটি সামনে এগিয়ে যাবে। অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যার দিকে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড় ত্যাগ করেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!