রাজধানী

নতুন ওয়ার্ডের অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার কাজ করবে ডিএসসিসি

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৫:১৭ এএম
নতুন ওয়ার্ডের অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার কাজ করবে ডিএসসিসি

নবগঠিত ওয়ার্ডগুলোর অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বাস্তবায়ন করবে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) ডিএসসিসির সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এ–সংক্রান্ত একটি দপ্তর আদেশ জারি করে কমিটি গঠনের অনুমোদন দেন।

ডিএসসিসির সচিব জানান, সংস্থার আওতায় নতুন যুক্ত হওয়া আটটি ইউনিয়নের মধ্যে নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। গঠিত কমিটি সংশ্লিষ্ট কাজের পরিধি নির্ধারণ, বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়ন এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের কাজের পরিমাপ যাচাই করে সার্বিক বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।

ডিএসসিসি সূত্রে আরও জানানো হয়েছে, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্থার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। সদস্যসচিব করা হয়েছে ডিএসসিসির অঞ্চল–১০-এর নির্বাহী প্রকৌশলীকে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামকে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!