রাজধানী

সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট: জানু ০৪, ২০২৬ : ০৫:৪৫ এএম
সাকিবুল হত্যার বিচার দাবিতে ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার এবং মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এ কারণে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আজ (রোববার) সকাল সোয়া ১০টার পর তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। তারা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে রয়েছে—‘দাবি মোদের একটাই, সাকিবুল হাসান রানা’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’। অবরোধের কারণে ফার্মগেট ও আশপাশের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি। প্রশাসনের এই গড়িমসির প্রতিবাদে তারা ফার্মগেট ব্লকেড কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

ফারহান আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, “এটি একটি সুস্পষ্ট হত্যাকাণ্ড হলেও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজে আসামিরা স্পষ্টভাবে চিহ্নিত, তবুও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাই এবং দাবি জানাতে চাই, যেন নাম প্রকাশ করে মামলা হয়। যদি তা না হয়, আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।”

অন্যদিকে, আন্দোলনের কারণে তেজগাঁও কলেজের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা পরে আইসিইউতে ভর্তি হন। চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি মারা যান।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!