ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭১৪টি মামলা করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (৪ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযানে এসব মামলা করা হয়।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক–রমনা বিভাগে ৬টি বাস, ৫টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা করা হয়েছে।
ট্রাফিক–লালবাগ বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ১২টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ ১১৮টি মামলা হয়।
ট্রাফিক–মতিঝিল বিভাগে ২২টি বাস, ১৭টি কাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা করা হয়েছে।
ট্রাফিক–ওয়ারী বিভাগে ৫০টি বাস, ২৯টি ট্রাক, ২৯টি কাভার্ড ভ্যান, ৬৩টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ ৩৪৩টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক–তেজগাঁও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ২৪টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ ১৭১টি মামলা করা হয়।
ট্রাফিক–মিরপুর বিভাগে ৩২টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ড ভ্যান, ৬০টি সিএনজি ও ১৮২টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮টি মামলা হয়।
ট্রাফিক–উত্তরা বিভাগে ৩১টি বাস, ১১টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৫২টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা করা হয়েছে।
ট্রাফিক–গুলশান বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ ১১৫টি মামলা হয়েছে।
অভিযান চলাকালে ৩৬১টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ১৯৮টি গাড়ি রেকারের মাধ্যমে অপসারণ করা হয়।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরএস
No comments yet. Be the first to comment!