শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু হয়। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা অংশ নেন। আয়োজকেরা জানান, শাহবাগ থেকে শুরু হওয়া এই পথযাত্রা সায়েন্সল্যাব–সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর–১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় আবার শাহবাগ হাদি চত্বরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
পথযাত্রায় অংশ নেওয়া শরিফুল ইসলাম বলেন, হাদি হত্যার বিচার আদায়ের দাবিতেই তারা মাঠে নেমেছেন। তিনি বলেন, “হাদির বিচার কেন হবে না, আমরা তার জবাব চাই। সরকার কেন এখনো বিচার নিশ্চিত করছে না, সেই প্রশ্ন তুলতেই আমরা এখানে।”
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। স্লোগানগুলোর মধ্যে ছিল—‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।
আয়োজকেরা জানান, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অন্তত ১০টি পিকআপে করে নেতা–কর্মীরা অংশ নিচ্ছেন।
ইনকিলাব মঞ্চের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—হাদি হত্যার সঙ্গে জড়িত খুনি, পরিকল্পনাকারী, সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো চক্রের বিরুদ্ধে দ্রুত বিচার; বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল; ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ভেতরে থাকা ‘ফ্যাসিবাদী দোসরদের’ শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।
আরএস
No comments yet. Be the first to comment!