রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে ২৯ বছর বয়সী সোনিয়া আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে কুসুমবাগ পুলিশ পার্ক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত সোনিয়া একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতের সময় স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোনিয়া বরগুনার হেলিগুনিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী মো. ফোরকান জানান, পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হওয়ার পর তিনি রুমে গিয়ে দরজা বন্ধ করেছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক ফারুক জানিয়েছেন, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!