রাজধানী

ডিএমপি কমিশনারের নামে ভুয়া বক্তব্য ছড়ানোর অভিযোগ

আপডেট: জানু ০৬, ২০২৬ : ০৫:১৫ পিএম
ডিএমপি কমিশনারের নামে ভুয়া বক্তব্য ছড়ানোর অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর নামে ভুয়া ও ভিত্তিহীন বক্তব্য উদ্ধৃত করে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এসব তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে প্রকাশিত কিছু সংবাদ ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। তবে কমিশনার ওই দিন কোনো গণমাধ্যমকে এ ধরনের কোনো বক্তব্য দেননি। ফলে এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং মনগড়া।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনানুগ সব প্রস্তুতি ও কার্যক্রম চলমান রয়েছে। কমিশনারের নামে প্রকাশিত এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে বলে মনে করছে ডিএমপি।

এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বসাধারণ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!