স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযান চালানো হয়েছে মানিকগঞ্জ ও গাজীপুরে।
ডিবির একজন শীর্ষ কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছে প্রধান শুটার জিনাত, সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল এবং একটি তৃতীয় সহযোগী।
ঘটনাটি ঘটেছিল গত বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে। সন্ত্রাসীদের গুলিতে মুছাব্বির (৪৫) নিহত হন। তার স্ত্রী সুরাইয়া বেগম হত্যা মামলা দায়ের করেছেন তেজগাঁও থানায়।
আরএস
No comments yet. Be the first to comment!