রাজধানী

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৫৯ এএম
দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ রোববার (১১ জানুয়ারি) প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ২৭৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ।

দূষিত বায়ুর তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (স্কোর ২৪৪), তৃতীয় স্থানে ভারতের দিল্লি (স্কোর ২১১), চতুর্থ স্থানে চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী চ্যাংডু (স্কোর ২০৪), আর পঞ্চম স্থানে ভিয়েতনামের বৃহত্তম শহর হো চি মিন সিটি (স্কোর ২০১)।

এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রতিদিনের বাতাসের মান নিরূপণ করে এবং মানুষকে জানায় কতটা স্বাস্থ্যঝুঁকি রয়েছে। স্কোর অনুযায়ী:

১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

১৫১–২০০: অস্বাস্থ্যকর

২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর

৩০১ বা তার বেশি: ঝুঁকিপূর্ণ

ঢাকার বর্তমান স্কোর ২৭৯, যা বাসিন্দাদের জন্য উচ্চতর স্বাস্থ্যঝুঁকি নির্দেশ করছে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!