রাজধানী

হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

আপডেট: নভে ১৫, ২০২৫ : ০৪:০৬ পিএম
হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেল আগুনে ঝলসে যায়।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

 

আরএস

Tags:
হাতিরঝিল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!