রাজধানী

টঙ্গীতে আগুনে পুড়ল ৬ গুদাম

আপডেট: নভে ১৮, ২০২৫ : ০৫:৪৯ এএম
টঙ্গীতে আগুনে পুড়ল ৬ গুদাম

গাজীপুরের টঙ্গীতে বস্তা–সংরক্ষণের ছয়টি গুদাম পুড়ে গেছে। ভোরে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গী পূর্ব থানার বউ বাজার এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম বলেন, ভোরে একটি বস্তার গুদাম থেকে আগুনের শুরু হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে পাশের গুদামগুলোতেও। তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ছয়টি গুদাম পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

আরএস

Tags:
দুর্ঘটনা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!