ঢাকা মেট্রো রেলের স্থায়ী কার্ড রিচার্জে যুক্ত হচ্ছে অনলাইন সুবিধা। আগামী ২৫ নভেম্বর থেকে যাত্রীরা ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কার্ডে টাকা ভরতে পারবেন।
নতুন এই সেবার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়)-এর বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। শুরুতে ডিটিসিএর ওয়েবসাইটের লিঙ্ক ব্যবহার করে রিচার্জ করা যাবে; পরে একটি অ্যাপের মাধ্যমেও একই সেবা পাওয়া যাবে। ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানান, অনলাইন রিচার্জ চালু হলে যাত্রীদের স্টেশনে লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে, সময়ও বাঁচবে। অনলাইনে রিচার্জের পরে স্টেশনে থাকা ‘অ্যাড ভ্যালু মেশিন’ (এভিএম) স্পর্শ করিয়ে কার্ড হালনাগাদ করতে হবে। একবার হালনাগাদ করার পর ব্যালেন্স শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শ করানোর প্রয়োজন নেই।
বর্তমানে মেট্রো রেলে দুটি স্থায়ী কার্ড—ডিএমটিসিএলের এমআরটি পাস এবং ডিটিসিএর র্যাপিড পাস—ব্যবহার হচ্ছে। নতুন ব্যবস্থায় উভয় কার্ডেই অনলাইন রিচার্জ করা যাবে।
ডিটিসিএ জানায়, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের প্রতিটিতে দুটি করে মোট ৩২টি এভিএম বসানো হবে।
মেট্রো রেলে যাত্রীসেবা উন্নয়নে এটিকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে ৫৫ শতাংশ যাত্রী এমআরটি বা র্যাপিড কার্ড ব্যবহার করেন। অনলাইন রিচার্জ চালু হলে যাত্রী চলাচল আরও স্বচ্ছন্দ হবে বলে আশা করা হচ্ছে।
আরএস
No comments yet. Be the first to comment!