ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমিত সময়ের মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
শুক্রবার (১২ ডিসেম্বর) চমেক হাসপাতালে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পরিদর্শন, ক্যাথল্যাব উদ্বোধন এবং হাসপাতালের সার্বিক উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত যতটুকু সম্ভব, চট্টগ্রামের চিকিৎসাসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবেন। তিনি জানান, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে নার্সিং শিক্ষায় স্থানীয় শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক কম হওয়ায় দেশের অন্যান্য অঞ্চল থেকে নার্স এনে এখানে নিয়োগ দিতে হচ্ছে। নার্সিংকে সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা হিসেবে তুলে ধরতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
নূরজাহান বেগম বলেন, চট্টগ্রামে তুলনামূলকভাবে ধনী মানুষের সংখ্যা বেশি। এ কারণে চিকিৎসা খাতে সামাজিক সংগঠন ও স্থানীয় মানুষের অংশগ্রহণে আরও উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে। মাইজভাণ্ডারী দরবার ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্যসেবায় অবদানকে অনুসরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিন স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন। হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব প্রফেসর ডা. হাসানুজ্জামান এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ।
আরএস
No comments yet. Be the first to comment!