নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে মাধ্যমিকের অনেক পাঠ্যবই এখনো ছাপা ও শিক্ষার্থীদের হাতে না পৌঁছানোয় অনলাইনে ৬৪৭টি পাঠ্যবই উন্মুক্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা বিনা মূল্যে পাঠ্যবইয়ের সফটকপি অনলাইনে পড়তে ও ডাউনলোড করতে পারবে।
আজ রোববার বিকেলে রাজধানীর মতিঝিলে এনসিটিবির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। উদ্বোধনের পরপরই পাঠ্যবইগুলোর পিডিএফ সংস্করণ এনসিটিবির ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়।
এনসিটিবি জানিয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের (বাংলা ও ইংরেজি ভার্সন), ইবতেদায়ি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচটি ভাষার বইয়ের পাশাপাশি মাধ্যমিক (বাংলা ও ইংরেজি), দাখিল, দাখিল (ভোকেশনাল) ও কারিগরি শিক্ষা স্তরের সব পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। মোট ৬৪৭টি পাঠ্যবইয়ের সফটকপি বর্তমানে উন্মুক্ত রয়েছে।
এনসিটিবির কর্মকর্তারা জানান, যদিও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সব পাঠ্যবই ছাপা ও বিতরণ শেষ হয়েছে, তবে মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের পাঠ্যবইয়ের মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম এখনো সম্পূর্ণ হয়নি। এ কারণে অনেক শিক্ষার্থী নতুন শিক্ষাবর্ষের শুরুতে সব বই হাতে পাচ্ছে না।
পাঠ্যপুস্তক বোর্ডের তথ্যমতে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য নির্ধারিত ১৮ কোটি ৩২ লাখ ৮ হাজার ৬৯৩ কপি পাঠ্যবইয়ের মধ্যে এখন পর্যন্ত ৭৮ দশমিক ৭২ শতাংশ বই মুদ্রণ শেষ হয়েছে। এর মধ্যে সরবরাহ করা হয়েছে ৫৮ দশমিক ৬৮ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক বই এখনও শিক্ষার্থীদের হাতে পৌঁছানো বাকি রয়েছে।
এ অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে জন্য আগেভাগেই অনলাইনে পাঠ্যবই উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিটিবি।
আরএস
No comments yet. Be the first to comment!