জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিতের ঘোষণার পর ক্যাম্পাসে অনিশ্চয়তা ও হতাশা দেখা দিয়েছে। ভোট দিতে সকাল থেকে ক্যাম্পাসে উপস্থিত হলেও হঠাৎ নির্বাচন স্থগিত হওয়ায় কী করবেন—থাকবেন নাকি ক্যাম্পাস ছেড়ে যাবেন—তা নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়েছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নির্বাচন স্থগিতের খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচন হোক কিংবা স্থগিতই থাকুক—যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তা দ্রুত ও স্পষ্টভাবে জানানো উচিত।
বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা বলেন, ‘ভোট দেওয়ার জন্য দূর থেকে এসেছি। ক্যাম্পাসে এসে শুনলাম নির্বাচন স্থগিত। এতে সবাই হতাশ হয়ে পড়েছি। এখন থাকব নাকি চলে যাব, কিছুই বুঝতে পারছি না।’
আরেক শিক্ষার্থী সানজিদা বলেন, ‘একদিকে প্রশাসন নির্বাচন স্থগিত করেছে, অন্যদিকে প্রার্থী ও শিক্ষার্থীরা নির্বাচন আদায়ের দাবিতে আন্দোলন করছে। শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য সবাই অপেক্ষায় আছে। দ্রুত সিদ্ধান্ত জানানো দরকার।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। আজ সকাল সোয়া ৯টার দিকে নির্বাচন স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসি ভবন ঘেরাও করে জকসু নির্বাচন আদায়ের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!