২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দিন খান। শাখা সেক্রেটারি হয়েছেন আশিকুর রহমান (কাজী আশিক) এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন।
সূত্র জানায়, আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের সমাবেশে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে এই কমিটি অনুমোদিত হয়। পরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজেও এ তথ্য জানানো হয়।
সদস্য সমাবেশে কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
ভোটগ্রহণ কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে অনুষ্ঠিত হয়। ভোট গণনার পর নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিন খানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন খান শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনকে মনোনীত করেন। সমাবেশটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
আরএস
No comments yet. Be the first to comment!