শিক্ষা

জকসুতে শিবির প্যানেলের ৪ নারী প্রার্থীর জয়

আপডেট: জানু ০৮, ২০২৬ : ০৬:১১ এএম
জকসুতে শিবির প্যানেলের ৪ নারী প্রার্থীর জয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির প্যানেলের ৪ নারী প্রার্থী জয়লাভ করেছেন। এসব প্রার্থীর জয় নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় বড় ব্যবধানে এসেছে।

জয়ী ৪ নারী প্রার্থী হলেন–

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: সুখীমন খাতুন, ৪৪৮৬ ভোট (প্রতিদ্বন্দ্বী মো. মাশফিকুল ইসলাম রাইন পেয়েছেন ৩১৭৬ ভোট)

  • আন্তর্জাতিক সম্পাদক: নওশিন নাওয়ার জয়া, ৪৫০১ ভোট (প্রতিদ্বন্দ্বী অপু মুন্সি পেয়েছেন ২৩১৬ ভোট)

  • সদস্য পদে সর্বোচ্চ ভোট: ফাতেমা আক্তার (অরিন), ৩৮৫১ ভোট

  • সদস্য সচিব: শান্তা আক্তার, ৩৫৫৪ ভোট

জকসুতে মোট ২১ পদের মধ্যে শিবির প্যানেল ১৬টি পদে জয়ী হয়েছেন। ছাত্রদল ৪টি এবং স্বতন্ত্র প্রার্থী ১টি পদে জয় পেয়েছেন।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!