শিক্ষা

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি

আপডেট: জানু ১১, ২০২৬ : ০৫:৫০ পিএম
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটসমূহে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হচ্ছে ১৪ জানুয়ারি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আবেদন গ্রহণ চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!