শিক্ষা

এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে নতুন করে জিপিএ–৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

আপডেট: নভে ১৬, ২০২৫ : ০৬:০৩ এএম
এইচএসসিতে খাতা চ্যালেঞ্জে নতুন করে জিপিএ–৫ পেলেন ২০১ জন, ফেল থেকে পাস ৩০৮

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ–৫ পেয়েছেন ২০১ জন শিক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন।

আজ রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল পরিবর্তন হয়েছে এবং ২ হাজার ৩৭৩ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ–৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ–৫ কমেছে ৭৬ হাজারের বেশি।

ফলাফল দেখবেন যেভাবে:- পুনর্নিরীক্ষণের ফলাফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা www.dhakaeducationboard.gov.bd সাইট থেকে ফল দেখতে পারবেন। আবেদনকালে দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।


আরএস

Tags:
এইচএসসি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!