৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৬৬৮ জন প্রার্থীকে সাময়িকভাবে বিভিন্ন পদে মনোনয়ন প্রদান করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান।
পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৯তম বিশেষ বিসিএসে ৬৮৩টি শূন্যপদের মধ্যে ৬৬৮টি পদে প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী মনোনয়ন দেওয়া হয়েছে। কয়েকটি ক্যাডরে যোগ্য প্রার্থী না থাকায় ১৫টি পদে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
ফলাফল বিশ্লেষণ:
প্রভাষক পদ:
বাংলা: ৬১ জন
ইংরেজি: ৫০ জন
রাষ্ট্রবিজ্ঞান: ৫৫ জন
দর্শন: ৩০ জন
অর্থনীতি: ৪০ জন
প্রাণিবিদ্যা: ১৫ জন
ইতিহাস: ৩০ জন
সমাজকল্যাণ: ২৫ জন
রসায়ন: ৩০ জন
ইসলামী শিক্ষা: ১৫ জন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি: ৩২ জন
পদার্থবিদ্যা: ২৫ জন
উদ্ভিদবিদ্যা: ২৪ জন
অন্যান্য ক্যাডার পদ:
সমাজবিজ্ঞান: ১৫ জন
গণিত: ৩০ জন
ভূগোল: ১৬ জন
হিসাববিজ্ঞান: ৩০ জন
মার্কেটিং: ১০ জন
ব্যবস্থাপনা: ৩২ জন
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং: ২০ জন
মনোবিজ্ঞান: ১০ জন
কৃষিবিদ্যা: ৫ জন
পরিসংখ্যান: ১৫ জন
সংস্কৃত: ৫ জন
গার্হস্থ্য অর্থনীতি: ৬ জন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: ২৫ জন
খাদ্য ও পুষ্টি: ২ জন
সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের শূন্যপদে ১৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রভাষক পদে ভূগোলে ২ জন, শিক্ষায় ৬ জন, অর্থনীতিতে ২ জন, ইংরেজিতে ২ জন এবং ইসলামিক আদর্শ বিষয়ে ১ জনকে সাধারণ শিক্ষা ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি সূত্র জানায়, শিক্ষক সংকট পূরণের লক্ষ্যে ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়, যা ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী করেন। লিখিত পরীক্ষা (MCQ) অনুষ্ঠিত হয় ১০ অক্টোবর, এতে অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন। তবে প্রায় ৪১ শতাংশ প্রার্থী আবেদন করেও পরীক্ষা দিতে আসেননি।
লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় ছয় কর্মদিবসের মধ্যে। মোট ১ হাজার ২১৯ জন পাস করেন এবং তাদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। মাত্র তিন মাসের মধ্যে বিশেষ এই বিসিএস সম্পন্ন করেছে পিএসসি।
আরএস
No comments yet. Be the first to comment!