জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, আপিল বিভাগের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হওয়ায় আজকের দিনটি বাংলাদেশের মানুষের কাছে ‘ঈদের দিনের মতো’। তাঁর দাবি, এ রায়ের ফলে দেশের মানুষ আবারও স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
আজ বৃহস্পতিবার নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন। জয়নুল আবেদীন আরও বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার অবর্তমানেই আজ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এসেছে।’
সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ দীর্ঘদিনের আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রায় ঘোষণার সময় আদালতকক্ষ আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল।
রায়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া পূর্ববর্তী সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হয়েছে।
তবে রায়ে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পূর্ণভাবে কার্যকর হবে। সাত বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন।
আরএস
No comments yet. Be the first to comment!