বিশেষ প্রতিবেদন

১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: বাংলাদেশের আহ্বান

আপডেট: নভে ২০, ২০২৫ : ০৭:৩৯ এএম ১৬
১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: বাংলাদেশের আহ্বান

১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে দীর্ঘদিন ধরে মানবিক দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ। তবে এ বিপুল সংখ্যক মানুষের ভার বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার নিউইয়র্কে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)–এর উদ্যোগে জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রোহিঙ্গা মুসলিমদের ওপর একটি প্রস্তাব গৃহীত হয়। বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ওই প্রস্তাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, মানবিক সহায়তায় বাধা ও লাখ লাখ রোহিঙ্গার বাংলাদেশসহ প্রতিবেশী দেশে পালিয়ে আসার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সম্পৃক্ততার আহ্বান জানানো হয়। প্রস্তাবটিতে ১০৫টি দেশ যৌথ পৃষ্ঠপোষকতা করেছে।

২০১৭ সালের গণহত্যার পর থেকে প্রতি বছরই এমন প্রস্তাব গৃহীত হলেও মিয়ানমারে রোহিঙ্গাদের স্বদেশে টেকসই প্রত্যাবর্তনের বাস্তব অগ্রগতি হয়নি বলে উল্লেখ করে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। প্রতিনিধিদল জানায়, আট বছরে পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন না হওয়ায় বাংলাদেশ এখন গুরুতর মানবিক ও নিরাপত্তাজনিত চাপে রয়েছে।
বাংলাদেশ জানায়, রোহিঙ্গাদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। দায়িত্বশীল ভূমিকা ছাড়া সংকট দীর্ঘস্থায়ী হবে এবং তার ভার একা বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়।

 

আরএস

Tags:
রোহিঙ্গা

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!