বিশেষ প্রতিবেদন

আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

আপডেট: নভে ২২, ২০২৫ : ০৫:৫২ এএম ১৭
আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত সারা দেশের আকাশ আবছা মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশাও পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

রোববার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিনই সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। রোববার ও সোমবার রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রাও ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বুধবার রাত–দিনের তাপমাত্রা সামান্য নিচে নামলেও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ঢাকায় আজ দিনের শুরু হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। রাজধানীতে দিনভর শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

 

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!