বিশেষ প্রতিবেদন

নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ : নৌবাহিনী প্রধান

আপডেট: নভে ২৪, ২০২৫ : ০৭:০৮ এএম ১৭
নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ : নৌবাহিনী প্রধান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকার ও নির্বাচন কমিশনকে নৌবাহিনী সর্বোচ্চ সহযোগিতা দেবে।

আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। নৌবাহিনী প্রধান বলেন, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি নৌবাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করছেন। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধজাহাজ, নৌসদস্য ও কন্টিনজেন্ট পাঠানো হচ্ছে। তিনি জানান, ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ৭৫০০ জন সদস্য ফিলিস্তিন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। শান্তিরক্ষা অভিযানে নৌবাহিনীর চারজন সদস্য দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন।

কুচকাওয়াজে নৌবাহিনীর বি-২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। মো. মারুফ হাসান মুন্না দ্বিতীয় হয়ে অর্জন করেন ‘কমখুল পদক’ এবং মো. হাসান আলী তৃতীয় স্থান অর্জন করে ‘শের–ই–বাংলা পদক’ লাভ করেন। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে ৪১৭ জন নবীন নাবিক বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। শপথবাক্য পাঠের মধ্য দিয়ে তারা দেশের প্রয়োজনে আত্মোৎসর্গের অঙ্গীকার করেন।অনুষ্ঠানে নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

 

আরএস

Tags:
নৌবাহিনী

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!