দেশের পরিচিত শীর্ষস্থানীয় কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান Coca‑Cola Bangladesh Limited (সিসিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মঈন উল্লাহ চৌধুরী-কে নিয়োগ দিয়েছে। তিনি ১৫ বছরেরও বেশি সময়ের মার্কেটিং, ডিস্ট্রিবিউশন ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় অভিজ্ঞ।
মীয়ন ২০১৮ সালের দিকে কমার্শিয়াল ও ফ্র্যাঞ্চাইজি ম্যানেজার হিসেবে কোকা-কোলা বাংলাদেশে যোগ দেন। পরে ফ্র্যাঞ্চাইজি ডিরেক্টর পদে উন্নীত হয়ে তিনি ব্র্যান্ডের বাজার শক্তিশালীকরণ, কৌশলগত অংশীদারিত্ব গঠন ও টেকসই বাণিজ্যিক প্রবৃদ্ধি নিশ্চিত করার কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। নিয়োগের আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, এবং পরবর্তীতে বিকাশে কাস্টমার এনগেজমেন্ট ও ক্লায়েন্ট সাপোর্টে কাজ করেন।
শিক্ষাগতভাবে, মঈন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি লাভ করেছেন। কৌশলগত চিন্তা, সমন্বিত নেতৃত্ব ও ফলাফলভিত্তিক কাজের জন্য তিনি পরিচিত।
নিয়োগ প্রসঙ্গে ড্যানিয়েল ফ্রান্সিসকো গার্সিয়া পারডোমো — কোকা-কোলা ইন্ডিয়া ও সাউথওয়েস্ট এশিয়ার সিনিয়র ডিরেক্টর, ফ্র্যাঞ্চাইজি অপারেশনস — বলেছেন, “মঈনকে নেতৃত্বে পেয়ে আমরা আনন্দিত। তার বাণিজ্যিক দক্ষতা, নেতৃত্ব ক্ষমতা ও বাংলাদেশি বাজার সম্পর্কে গভীর জ্ঞানের ফলে আমাদের ব্যবসা এবং সামাজিক উদ্যোগগুলো আরও এগিয়ে যাবে।” নিজের নিয়োগকে গৌরবে উল্লেখ করে মঈন উল্লাহ চৌধুরী বলেন, “দেশের মানুষকে সতেজতা ও আনন্দের মুহূর্ত দিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের বোতলজাতকরণ পার্টনার সিসিবিবিএল এবং আবদুল মোনেম লিমিটেড (এএমএল)-র সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমি আগ্রহী। গ্রাহক ও কমিউনিটির সঙ্গে মিলে আমরা আরও বড় প্রভাব তৈরি করতে চাই এবং বাংলাদেশি বাজারে নতুন প্রবৃদ্ধি আনতে চাই।”
সিসিবিএল হলো মূল প্রতিষ্ঠান The Coca‑Cola Company-র (TCCC) সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান, যা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। তাদের অনুমোদিত বোতলজাতকরণ পার্টনার হিসেবে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজ লিমিটেড (সিসিবিবিএল) ও আবদুল মোনেম লিমিটেড (এএমএল) — এর মাধ্যমে কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা, কিনলে সহ বিভিন্ন নন-অ্যালকোহলিক পানীয় বাজারজাত করা হয়।
আরএস
No comments yet. Be the first to comment!