ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা আবারও অধ্যাদেশ জারির দাবিতে রাস্তায় নামছেন। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় আজ শিক্ষাভবন ঘেরাওয়ের কর্মসূচি দেবে আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের এক দফা দাবি— দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত অধ্যাদেশ জারি হয়নি। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে আইনের খসড়া নিয়ে মতামত সংগ্রহ করা হলেও তিন দফা বৈঠক সত্ত্বেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এতে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে।
আজকের কর্মসূচি প্রসঙ্গে আন্দোলনকারীরা জানান, অধ্যাদেশ জারি না হলে রোববার সকাল ১১টায় শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা এবং পরে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে। এর আগে ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘বহুদিন ধরে সাত কলেজকে নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া ঝুলে আছে। পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তার মধ্যে আমরা পড়েছি। এখন আমাদের একটাই দাবি—অধ্যাদেশ।’
উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বানও জানায় মন্ত্রণালয়।
আরএস
No comments yet. Be the first to comment!