বিশেষ প্রতিবেদন

ওসমান হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনও ‘আশঙ্কাজনক’

আপডেট: ডিসে ১৪, ২০২৫ : ০৮:৫২ এএম
ওসমান হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনও ‘আশঙ্কাজনক’

গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখনো গুরুতর অবস্থায় রয়েছেন। তার মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই ‘আশঙ্কাজনক পর্যায়ে’ আছেন বলে জানিয়েছেন চিকিৎসা বোর্ডের সদস্যরা। বিদেশে পাঠানোর পরিকল্পনাও প্রক্রিয়াধীন।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক সাংবাদিকদের এ তথ্য জানান। বোর্ডের বৈঠক সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। চিকিৎসকরা জানান, হাদির মস্তিষ্কে ব্যাপক ইডেমা (পানি জমা) এবং অক্সিজেনের ঘাটতি ধরা পড়েছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণও রয়েছে। ফুসফুসের অবস্থা আগের মতোই এবং লাইফ সাপোর্টের মাধ্যমে শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে। তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক, দিনে প্রায় ৪ লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে ফ্লুইড ব্যালেন্স করা হচ্ছে।

এর আগে দেখা ডিসিমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি) পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও নতুন কোনো সংকট তৈরি হয়নি। তবে চিকিৎসকদের সবচেয়ে বড় উদ্বেগ এখনো মস্তিষ্ক, বিশেষ করে ব্রেন স্টেম ইনজুরি। অপারেশন করা জায়গার বিপরীত পাশ থেকে মস্তিষ্ক সামান্য বাইরের দিকে চাপ দিচ্ছে বলে লক্ষ করা গেছে।

বিদেশে পাঠানোর বিষয়ে চিকিৎসক জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। মেডিকেল বোর্ড একটি কেস সামারি প্রস্তুত করেছে, যা বিদেশের হাসপাতাল পর্যালোচনা করলে রোগীকে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তবে কোন দেশে নেওয়া হবে—থাইল্যান্ড, সিঙ্গাপুর বা অন্য কোথাও—এ বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এছাড়া রোগীকে বিদেশে স্থানান্তর করার জন্য শারীরিক স্থিতিশীলতা থাকা জরুরি।


আরএস

Tags:
ওসমান হাদি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!