আজ ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের উচ্চ আদালত প্রতিষ্ঠিত হলেও প্রথম কার্যক্রম অনুষ্ঠিত হয় ১৮ ডিসেম্বর। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার ৪৫ বছর পর ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়ে আসছে। আজ দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিকেল ৪টায় বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এছাড়া সুপ্রিম কোর্টের বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথি এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সচিবালয়ের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ সংবিধানের অধীনে ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের যাত্রা শুরু হয়। ২০১৭ সালে ফুলকোর্ট সভায় সর্বসম্মতভাবে এ দিনটিকে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়।
আরএস
No comments yet. Be the first to comment!