বিশেষ প্রতিবেদন

দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় অংশগ্রহণের আহ্বান জামায়াত আমিরের

আপডেট: ডিসে ২০, ২০২৫ : ০৪:৩৯ এএম
দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় অংশগ্রহণের আহ্বান জামায়াত আমিরের

শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে এ আহ্বান জানান জামায়াত আমির। পোস্টে তিনি জানান, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন তিনি। ডা. শফিকুর রহমান লেখেন, বিমানবন্দর থেকে সরাসরি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য গিয়েছেন। এ সময় তিনি হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তবে এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তাঁর জানা নেই বলেও উল্লেখ করেন তিনি। মহান আল্লাহ যেন এই পরিবারসহ দেশবাসী সবাইকে সবরে জামিল দান করেন—এ কামনাও করেন জামায়াত আমির।

জামায়াত আমির আরও বলেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন; তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। তিনি বলেন, সবাই যেন আজ তাঁর জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে দলে অংশগ্রহণ করেন। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, শহীদ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও সবার। তিনি যেন দেশের ঐক্যের প্রতীক হয়ে থাকেন—এ প্রত্যাশাও ব্যক্ত করেন জামায়াত আমির। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে শহীদ ওসমান হাদির শাহাদাত কবুল এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার দোয়া করেন।

উল্লেখ্য, আজ শনিবার দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরএস

Tags:
জামায়াত আমির

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!