নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে—তারেক রহমানের সঙ্গে কি তাঁর পোষা বিড়ালটিও দেশে ফিরছে? এ বিষয়ে তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সাইবেরিয়ান ব্রিডের সাত বছর বয়সী এই বিড়ালটির জন্য পাসপোর্টসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। ফলে তারেক রহমান পরিবারসহ দেশে ফেরার সময় তাঁর আদরের পোষা বিড়াল জেবুকেও সঙ্গে আনছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও তারেক রহমানের ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে তাঁকে পোষা বিড়াল জেবুর সঙ্গে সময় কাটাতে দেখা যায়। এসব ছবি ও ভিডিও নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই প্রাণীর প্রতি তাঁর ভালোবাসার বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন।
তারেক রহমান নিজেও তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে জেবুর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও স্মৃতি শেয়ার করেছেন। এসব পোস্টের মাধ্যমেই জেবু বিএনপির নেতাকর্মীসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের কাছে পরিচিত হয়ে ওঠে।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর পোষা প্রাণী ও প্রাণীপ্রেমের বিষয়েও কথা বলেন। তিনি জানান, বিড়ালটি মূলত তাঁর মেয়ের হলেও এখন পরিবারের সবারই প্রিয় হয়ে উঠেছে। সেই সাক্ষাৎকারেই তিনি বিড়ালটির নাম ‘জেবু’ বলে উল্লেখ করেন।
প্রাণীর প্রতি মমতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, মানুষের যেমন দায়িত্ব রয়েছে সমাজের প্রতি, তেমনি আল্লাহর সৃষ্ট প্রতিটি জীবের প্রতিও দায়িত্ব রয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনের এই অনুষঙ্গও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
আরএস
No comments yet. Be the first to comment!