বাংলাদেশে মোবাইল ফোন এবং ইন্টারনেটের ব্যবহার দিন দিন বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ৮১ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন, তবে শুধুমাত্র ৫৭ শতাংশেরই নিজস্ব মোবাইল ফোন রয়েছে।
সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সম্প্রতি প্রকাশিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রয়োগ ও ব্যবহার জরিপ অনুযায়ী, দেশের ৫৬ শতাংশ পরিবার ইন্টারনেটের আওতায় এসেছে, আর বর্তমানে প্রায় ৮ কোটি ৩০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন।
জরিপটি চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে ৬১,৬৩২টি পরিবারের মধ্যে নেওয়া হয়। দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ধরা হলে, মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১৩ কোটি ৬৯ লাখ।
জরিপে দেখা গেছে, পুরুষ ও নারীর মধ্যে মোবাইল ফোন ব্যবহারের হার প্রায় সমান—পুরুষ ৮১%, নারী ৭৯%। তবে নিজস্ব মোবাইল ফোনের ক্ষেত্রে নারীরা পিছিয়ে; ৬৩% পুরুষের নিজের অন্তত একটি মোবাইল ফোন থাকলেও নারীর ক্ষেত্রে এই হার ৫৩%। ইন্টারনেট ব্যবহারেও নারী পিছিয়ে আছেন; পুরুষদের মধ্যে ৫১% ইন্টারনেট ব্যবহার করছেন, নারীদের হার ৪৬%।
জরিপের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, শহরাঞ্চলে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার বেশি, শহরে ৮১% পরিবারে অন্তত একটি স্মার্টফোন আছে, যেখানে গ্রামের এই হার ৬৯%। শহরে ইন্টারনেট ব্যবহারকারী পরিবারের হার ৬৪%, গ্রামের ৫১.৫%।
অন্য তথ্য অনুযায়ী, দেশে রেডিও ব্যবহার ১৫% পরিবারে, টেলিভিশন ৫৯%, কম্পিউটার ৯.১% এবং বিদ্যুৎ সংযোগ ৯৯% পরিবারে আছে।
তিন বছরের ব্যবধানে দেশের মোবাইল ফোন মালিকানা কিছুটা কমেছে; ২০২২ সালে ৬১.৮% মানুষের নিজস্ব ফোন ছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে ৫৭% হয়েছে। তবে ইন্টারনেট ব্যবহার বেড়েছে; ২০২২ সালে ৩৮.৯% মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন, এখন বেড়ে ৪৮.৯%।
আরএস
No comments yet. Be the first to comment!