ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করেছেন।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বড়দিন উপলক্ষে হাইকমিশনার সারাহ কুক ‘সত্যিকারের বাংলাদেশি স্টাইল’-এ উৎসবটি উদযাপন করছেন। এ সময় তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেন।
বার্তায় উল্লেখ করা হয়, টাঙ্গাইলের তাঁতের শাড়ি সম্প্রতি ইউনেসকো স্বীকৃত বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়েছে। বড়দিন উপলক্ষে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন শুভেচ্ছা জানিয়েছে। এর মধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, কানাডা, চীন, ভারত ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন রয়েছে।
আরএস
No comments yet. Be the first to comment!