বিশেষ প্রতিবেদন

এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা

আপডেট: ডিসে ২৭, ২০২৫ : ০২:৩১ পিএম ১০
এনসিপি ছাড়লেন তাসনিম জারা, ঢাকা–৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা–৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, তাসনিম জারা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেও বিষয়টি নিশ্চিত করেন তাসনিম জারা।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, তিনি খিলগাঁওয়েই জন্ম ও বেড়ে ওঠা—এই এলাকার ‘ঘরের মেয়ে’। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করার স্বপ্ন থাকলেও বর্তমান বাস্তবতায় কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, ‘আমি মানুষকে নতুন রাজনৈতিক সংস্কৃতি দেওয়ার যে অঙ্গীকার করেছি, সে পথ থেকে সরে যাচ্ছি না। তাই পরিস্থিতি যাই হোক, এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা–৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব।’

তাসনিম জারা বলেন, দলীয় প্রার্থী হলে সংগঠন, কার্যালয় ও কর্মীবাহিনীর সুবিধা থাকে। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁকে এসব সুবিধা ছাড়াই এগোতে হবে। এ ক্ষেত্রে এলাকাবাসীর সমর্থনই হবে তাঁর একমাত্র ভরসা।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের আইনি প্রক্রিয়া উল্লেখ করে তাসনিম জারা জানান, ঢাকা–৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর সংগ্রহ করতে হবে। এ কাজ আগামীকাল থেকেই শুরু হবে। তিনি এ কাজে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া আগে নির্বাচনী তহবিলে অনুদান দেওয়া ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, যাঁরা অর্থ ফেরত নিতে চান, তাঁদের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। যাচাই শেষে অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!