বিশেষ প্রতিবেদন

খালেদা জিয়া ছিলেন আপসহীন আদর্শের প্রতীক

আপডেট: জানু ০৩, ২০২৬ : ০৫:৫৮ এএম
খালেদা জিয়া ছিলেন আপসহীন আদর্শের প্রতীক

প্রবাসে অবস্থানরত ইএসকেএল পরিবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে এবং সাতদিনব্যাপী শোক কর্মসূচি পালন করছে। শোক কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাচ ধারণ করে মরহুমার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

ইএসকেএল সূত্র জানায়, দেশের এই দুঃসময়ে একজন আপসহীন গণতান্ত্রিক নেত্রীর প্রয়াণে তারা গভীরভাবে মর্মাহত। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা এ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

শোক কর্মসূচির ধারাবাহিকতায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পক্ষ থেকে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন আদর্শের প্রতীক। দেশের ক্রান্তিকালে তিনি কখনো মাথানত করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”

ইএসকেএল পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, শোকের এই সময়ে তারা মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সকল আনুষ্ঠানিক কার্যক্রমে শোকের আবহ বজায় রাখছে। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশীকে এই শোক কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেষে দোয়া মাহফিলে প্রার্থনা করা হয়, যেন আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার, সহকর্মী ও অনুসারীদের এই শোক সইবার তৌফিক দান করেন।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!