বিশেষ প্রতিবেদন

ঢাকায় অবৈধ আইফোন কারখানা চীনা নাগরিকদের তত্ত্বাবধানে ভুয়া আইফোন সংযোজন, আটক ৩

আপডেট: জানু ০৮, ২০২৬ : ০৫:৩৯ পিএম ২১
ঢাকায় অবৈধ আইফোন কারখানা চীনা নাগরিকদের তত্ত্বাবধানে ভুয়া আইফোন সংযোজন, আটক ৩

চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানীতে গড়ে উঠেছিল একটি অবৈধ আইফোন সংযোজন কারখানা। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা মোবাইল ফোনের যন্ত্রাংশ ব্যবহার করে সেখানে আইফোনের আদলে ভুয়া মোবাইল সংযোজন করা হতো। পরে সেগুলো আসল আইফোন হিসেবে স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। প্রায় দেড় বছর ধরে এই প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল।

তিনি জানান, ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাজধানীর উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ-১ এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টি মোবাইল ফোনসহ একজনকে এবং নিকুঞ্জ-১ এলাকা থেকে ৩০৫টি মোবাইল ফোনসহ দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়।

ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারের সময় অবৈধ মোবাইল ফোন ছাড়াও আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ, পার্টস সংযোজনের মেশিনারিজ এবং বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি বিদেশ থেকে আইফোনের বিভিন্ন পার্টস আলাদা করে অবৈধভাবে দেশে নিয়ে আসে। পরে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে সেখানে এসব যন্ত্রাংশ সংযোজন করে আইফোনের মতো দেখতে ভুয়া মোবাইল ফোন তৈরি করা হতো। এসব ফোন আসল আইফোন হিসেবে বাজারে ছাড়া হতো।

ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল আরও বলেন, দীর্ঘদিন ধরে এই চক্র বিপুল পরিমাণ ভুয়া মোবাইল ফোন বাজারজাত করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

চক্রের সঙ্গে বাংলাদেশি কেউ জড়িত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তে কয়েকজনের নাম পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে তিনি সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কম দামে ‘অরিজিনাল আইফোন’ কেনার প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাই অনুমোদিত ও অফিসিয়াল শোরুম কিংবা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার অনুরোধ জানান তিনি।

আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!