বিশেষ প্রতিবেদন

ঢাকায় নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট: নভে ১২, ২০২৫ : ০৫:৪৩ এএম ১১
ঢাকায় নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানী ঢাকায় বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিসি তালেবুর রহমান আরও জানান, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের নাম ও বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

এর আগে দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীকেও একই অভিযোগে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।


আরএস

Tags:
গ্রেফতার গোয়েন্দা শাখা ডিবি পুলিশ আওয়ামী লীগ ঢাকা সিটি রাজধানীর খবর

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!