বিশেষ প্রতিবেদন

১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন: ঘোষণা দিলেন সাস্ট উপাচার্য

আপডেট: নভে ১৪, ২০২৫ : ০৫:১৪ পিএম
১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন: ঘোষণা দিলেন সাস্ট উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার রাত ৯টায় উপাচার্যের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করে এমন একটি দিন ঠিক করার চেষ্টা করেছি, যেদিন সফলভাবে নির্বাচন আয়োজন সম্ভব। সবদিক বিবেচনা করে ১৭ ডিসেম্বরের চেয়ে উপযুক্ত তারিখ পাইনি। তাই সিদ্ধান্ত হয়েছে, ওই দিনই শাকসু নির্বাচন হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই নির্বাচনটি জাঁকজমকভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক। শিক্ষার্থীদের অংশগ্রহণই আমাদের মূল প্রত্যাশা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাকসুর তারিখ ঘোষণা করে সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে অজ্ঞাত কারণে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকেই শাকসুর তারিখ ঘোষণার দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন। রাতে তারা রেজিস্ট্রার ভবনে তালা দেন এবং পরবর্তীতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘উই ওয়ান্ট শাকসু’, ‘নির্বাচন কমিশন গঠন করো-করতে হবে’ ইত্যাদি।

পরে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির ও প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান। সেখানেই উপাচার্য জানান, তিনি শুক্রবার নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন। উপাচার্য শেষ পর্যন্ত প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার রাতে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন।


আরএস

Tags:
শাবিপ্রবি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!