রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহাসম্মেলন উপলক্ষে সকাল থেকেই মানুষের ঢল নামে। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজনে শুরু হওয়া এ সম্মেলনে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ পায়ে হেঁটে, বাসে, ব্যক্তিগত যানবাহনে এবং মেট্রোরেলে ভিড় জমান। দুপুর পর্যন্ত চলা এ আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়।
আয়োজকেরা জানান, খতমে নবুওয়ত–সংক্রান্ত আকিদা রক্ষার দাবিতে আয়োজিত এই সম্মেলনে আলেম-ওলামা, ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী বলেন, অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ঢাকায় এসেছেন।
বিদেশি অতিথিদের উপস্থিতি আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন:- জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।
দেশের শীর্ষ আলেমদের অংশগ্রহণ বাংলাদেশ থেকে উপস্থিত আছেন— হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অর্ধশতাধিক আলেম।
আয়োজকদের দাবি আয়োজক কমিটির ভাষ্য, খতমে নবুওয়ত আকিদা রক্ষায় বৈশ্বিক আলেমসমাজের ঐক্যের প্রতীক এই মহাসম্মেলন। লাখো মানুষের উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যানে এক ঐতিহাসিক দৃশ্য সৃষ্টি করেছে বলেও তারা দাবি করেন। সম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।
আরএস
No comments yet. Be the first to comment!