বিশেষ প্রতিবেদন

‘বিএনপি বড় দল, কিন্তু জনপ্রিয় নয়’—ডা. তাহের

আপডেট: নভে ১৫, ২০২৫ : ০৪:০৪ পিএম
‘বিএনপি বড় দল, কিন্তু জনপ্রিয় নয়’—ডা. তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রতিষ্ঠাকালীন সময়ে বিএনপি ছিল বড় ও জনপ্রিয় দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বেও দলটি জনপ্রিয়তা ধরে রেখেছিল। কিন্তু সাম্প্রতিক সার্ভেগুলো বলছে—বিএনপি এখনো বড় দল হলেও জনপ্রিয় দল নয়।

আজ শনিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জনসভাটি অনুষ্ঠিত হয় গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে।

‘বাংলাদেশের রাজনীতি নোংরামিতেই আটকে আছে’ দেশের রাজনৈতিক পরিবেশ প্রসঙ্গে ডা. তাহের বলেন, ‘বাংলাদেশের রাজনীতি খুবই নোংরা। রাষ্ট্রের অভ্যুদয়ের শুরু থেকেই এই নোংরামি চলছে। দুইজন রাষ্ট্রপতি হত্যার শিকার হয়েছেন। কেন, কারা—সে বিতর্কে যেতে চাই না। কিন্তু প্রশ্ন হলো, একজন রাষ্ট্রপতিকে কেন হত্যা হতে হবে? খুন, দুর্নীতি, দখলবাজি—এসবই এখন রাজনীতির বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।’

তিনি দাবি করেন, আগামী নির্বাচনে মানুষ মাস্তান, চাঁদাবাজ ও দখলবাজদের ভোট দেবে না। ‘মানুষ আজ বলছে—মুদ্রার এপিঠ-ওপিঠ কাউকেই ভোট দেবে না। নতুন করে চার কোটি ভোটার যুক্ত হয়েছে—তারা দুর্নীতি ও দখলবাজির চ্যাম্পিয়নদের আর ভোট দেবে না।’

বৃহত্তর নির্বাচনী ঐক্যের কথা বিএনপির বাইরে থাকা বিভিন্ন দলের সঙ্গে বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ার চেষ্টা চলছে জানিয়ে ডা. তাহের বলেন, এই ঐক্য সফল হলে আমরা আগামী নির্বাচনে সরকার গঠন করতে পারব, ইনশাআল্লাহ।

‘জামায়াত ক্ষমতায় এলে নির্যাতন–দুর্নীতি থাকবে না’ জামায়াতে ইসলামীর অতীত নেতৃত্বের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে কাউকে নির্যাতন করা হবে না। একটি নতুন বাংলাদেশ তৈরি হবে—যেখানে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। জামায়াতের দুই মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি। জামায়াতের ৬২ জন এমপি ছিলেন—কেউ দুর্নীতির মামলায় অভিযুক্ত হননি।’

তিনি দাবি করেন, তাঁকে গ্রেপ্তারের পরও দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি দুদক। পরে দুদক নাকি স্বীকার করেছে, “তথ্যগত ভুলের কারণে” তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। সভায় অন্যদের বক্তব্য সভায় সভাপতিত্ব করেন গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো. ইউসুফ মেম্বার। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।

বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমান এবং জামায়াতের ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ভিপি শাহাব উদ্দিন। এ ছাড়া বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শুরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইবরাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, ব্যবসায়ী ও জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম প্রমুখ।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!