বিশেষ প্রতিবেদন

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

আপডেট: নভে ১৬, ২০২৫ : ০৬:০৫ পিএম
উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান/ফাইল ছবি

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে রাত ৯টার দিকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক  বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের জন্য কাজ শুরু হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যেটিতেও কেউ আহত হয়নি।  সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হন।

এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাতিরঝিল মধুবাগ সেতুতে এবং রাত ৮টা ২০ মিনিটে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এডিবি ভবনের সামনের সড়কে ককটেল বিস্ফোরণে কেউ আহত হয়নি। মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে এইসব ঘটনার সাথে জড়িতদের আটক ও সনাক্তের জন্য অভিযান শুরু করেছে।

উল্লেখ্য, আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও, গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!