জুলাই মাসের অভ্যুত্থানে আহত ৬ জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্য সরকার তাদের থাইল্যান্ডে পাঠাচ্ছে। গতকাল রোববার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক আদেশে তাদের সহযাত্রীসহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতালে নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা হচ্ছেন— মো. সুজন মিয়া, শেখ মোহাম্মদ শান্ত, মো. শাকিল, মো. লিটন, আলী হোসেন এবং মো. মিজান মিয়া। প্রত্যেকের সঙ্গে তাদের ভাইও সহযাত্রী হিসেবে থাইল্যান্ডে যাবেন।
আদেশে বলা হয়েছে, তারা দেশ ছাড়ার দিন থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত চিকিৎসা পাবেন। দেশে ফিরে ৭ দিনের মধ্যে তাদের মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে। চিকিৎসা বাবদ প্রত্যেককে ২০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, মোট ব্যয় ১ কোটি ২০ লাখ টাকা।
আদেশে আরও জানানো হয়েছে, বিদেশে অবস্থানের সময় রোগী ও সহযাত্রীদের শৃঙ্খলা মেনে চলতে হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
আরএস
No comments yet. Be the first to comment!